আগরতলা, ২৭ মে: বাম আমলে রাজ্যে প্রতিদিন অভাবের তাড়নায় সন্তান বিক্রির করা হত। আজ ধলাই জেলায় ঘটে যাওয়া সন্তান বিক্রির ঘটনা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন তিনি বলেন,ত্রিপুরা রাজ্যে শিশু বিক্রির খবর প্রকাশ্যে আসার ২৪ ঘন্টার মধ্যেই তার মায়ের কাছে সেই শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাম আমলে প্রতিদিন রাজ্যে সন্তান বিক্রির খবর প্রকাশ্যে আসত। এনিয়ে বিরোধীরা রাজ্যে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছেন।
তাছাড়া, রাজ্য সরকার ধলাই কেলায় অতিরিক্ত আর্থ প্রদান করে থাকে। তা বিগত দিনে করা হত না।