আগরতলা, ২৭ মে: শীঘ্রই ত্রিপুরায় আয়ুর্বেদিক এবং হোমিও প্যাথিক মেডিকেল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। আজ আচমকা প্রধান আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপল (ডা.) মানিক সাহা।
আজ আচমকা প্রধান আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপল (ডা.) মানিক সাহা। এদিন তিনি হাসপাতালের যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথির পাশাপাশি রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।
এদিন তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরো জনমুখী করে তোলার লক্ষ্যে আজকের এই পরিদর্শন। রাজ্যের প্রধান আয়ুর্বেদিক হাসপাতাল নিয়ে জনগণের অনেক আশা রয়েছে। হাসপাতালে প্রচুর রোগী পরিষেবা নিতে আসছেন। তাছাড়া, হাসপাতালকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজে স্হানান্তর করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রেন্টাস কলোনিতে হোমিও প্যাথিক মেডিকেল কলেজ তৈরী করার চিন্তাভাবনা রাজ্য সরকারের রয়েছে।