হায়দরাবাদ, ২৭ মে (হি. স.): বঙ্গে চলছে ঘূর্ণিঝড় রেমালের দাপট। তেলেঙ্গানাতেও হচ্ছে ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে তেলেঙ্গানায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
রবিবার রাতে হায়দরাবাদের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। লাগাতার ভারী বৃষ্টিতে একটি এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। আরেকটি জেলায় মৃত্যু হয়েছে দু”জনের। সেখানে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আবার বজ্রপাতে দু”জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাস্তায় গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাহত হয়েছে যান চলাচল।

