রাজ্যে কাজ খাদ্যের অভাবে বিজেপি সরকারের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কংগ্রেস দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে: রাজ্যের গ্রাম পাহাড়ে চলছে কাজ ও খাদ্যের অভাব। অনাহারে সন্তান বিক্রির ঘটনা  ঘটে চলেছে এই রাজ্য। প্রশাসন পরিচালনায় বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যর্থতার সার্বিক দায় স্বীকার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দাবি জানিয়েছে কংগ্রেস। রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি সরকারকে আক্রমণ করেন  প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

তিনি বলেন, রাজ্যে ত্রিপল ইঞ্জিনের সরকারে রাজ্য জুড়ে বাড়ছে উত্তাপ। তীব্র তাপদাহের মধ্যে যখন  প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিষ কুমার সাহা ,  এসসি ,এসটি ওবিসি সেলের চেয়ারম্যানদের নিয়ে সাড়া রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের নেতা মন্ত্রীরা ব্যস্ত পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে।  এদিকে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছে। গ্রাম- পাহাড়ের মানুষ দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।

তিনি আরো বলেন, গন্ডাছড়া এলাকার বাসিন্দা পূর্ণজয় ত্রিপুরা গত ৫ মাস আগে অভাবের তাড়নায় আত্মহত্যা করেন। তার স্ত্রী মুরমতী ত্রিপুরা গত বুধবার গন্ডাছড়া মহকুমার হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেয় । অভাগী মা অভাবের তাড়নায় মাত্র ৫৫০০ টাকার বিনিময়ে তার সন্তান বিক্রি করে দেন। এটা যেমন বর্তমান সরকারের জন্য মোটেই বাহবা কুড়ানোর বিষয় নয়, তেমনি এই সন্তান বিক্রির ঘটনা বর্তমান ডাবল ইঞ্জিনের সরকারের ঘরে ঘরে সুশাসনের স্লোগানের পিছনের আসল সত্যতাকে প্রকাশ করে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।

অন্যদিকে এই তাপদাহের মধ্যে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ জনিত সমস্যা। রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ভুগছে সাধারন মানুষ। এদিকে ,বিদ্যুত দপ্তরের কর্মীদের উদাসীনতার ফলে বিদ্যুতের ছেড়া তাঁর রাস্তায় পড়ে থাকার ফলে সাব্রুমের পূর্ণেন্দু বিকাশ দত্ত বাড়ি ফেরার পথে বিদ্যুৎ-পৃষ্ট হয়ে প্রাণ হারান।এই মৃত্যুর জন্য কারা দায়ী? কোথায় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী? প্রতিনিয়ত রাজ্যে বৃদ্ধি পাচ্ছে আকাশছোঁয়া দ্রব্যমূল্য। কালোবাজারীদের সক্রিয়তায় রাজ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে বলে অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস দল।

এই সমস্ত বিষয় তুলে এনে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর অতিসত্বর পদত্যাগ দাবি করেন তারা।