রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মে: ধর্মনগর রেললাইন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রেললাইন চালু হওয়ার পর থেকে আত্মহত্যার সোজা পথ হিসেবে রেললাইনে জীবন  দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধর্মনগর রেললাইনে ৪২/১ পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মালগাড়ি যাওয়ার সময় মাল গাড়ির নিচে পড়ে আনুমানিক ৫০ বছর  বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  আরপিএফ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের মর্গে রেখেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোন দাবিদার না থাকলে তিনদিন পর এই মৃতদেহের সদগতি করা হবে। মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে আরপিএফ খোঁজাখুঁজি শুরু করেছে।

জানা গেছে স্টেশন ম্যানেজার আরপিএফকে ঘটনাটি অবগত করলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *