ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আবারও চ্যাম্পিয়ন প্রগতি বিদ্যাভবন। সদর আন্তঃ স্কুল ক্রিকেটে শ্রেষ্ঠত্বের খেতাব এবার প্রগতি বিদ্যাভবন এর হাতে। গত বছর রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হলেও ২০১২ এবং ২০১৬ এর পর পুনরায় চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ের গৌরব অর্জন করে নিয়েছে প্রগতি বিদ্যাভবন। রবিবারে এমবিবি স্টেডিয়ামে টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ছয় উইকেট এর ব্যবধানে প্রতিপক্ষ হলিক্রশ স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। গত রাতের বৃষ্টিতে মাঠ কিছুটা অপ্রস্তুত থাকলেও ৮:৩৮ মিনিট নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে হলিক্রশ স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে হলিক্রশ স্কুল ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে আদৃত দে সর্বাধিক ২৬ রান পায়। এছাড়া মহির্ণব লস্করের ১৯ রান, কিঞ্জল দেবের ১৫ রান, দিগ্বিজয়ের ১৪ রান উল্লেখ করার মতো। প্রগতি বিদ্যাভবন এর রতন মালাকার ১২ রানে এবং সুরজ সোম ২৪ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। তাছাড়া, রাহুল মিয়া ৩০ রানে পেয়েছে দুটি এবং সম্রাট দাস ও অঙ্কিত দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি বিদ্যাভবন অনেকটা সহজ টার্গেটকে সামনে রেখে ১৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। হলিক্রশ স্কুল পেয়েছে রানার্স আপের খেতাব। প্রগতির প্রারম্ভিক ব্যাটার্সরা স্বল্প রানে প্যাভেলিয়নে ফিরে গেলেও অধিনায়ক প্রতীক দেববর্মা ও নির্ভরযোগ্য অলরাউন্ডার সম্রাট দাস জুটির অনবদ্য দায়িত্বপূর্ণ পারফরম্যান্সে দল জয়ের লক্ষ্যে পৌঁছায়। অধিনায়কোচিত ব্যাট চালিয়ে প্রতীক ৩৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪১ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। সম্রাটও দারুন খেলেছে, ৩২টি বলের মুখোমুখি হয়ে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৭ রান সংগ্রহ করে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দা ম্যাচের খেতাবও পায়। প্রগতি বিদ্যাভবন ক্রিকেট টিমের দীর্ঘদিনের কোচ নয়ন মনি দেববর্মা টিমের সাফল্যে দারুন খুশি। হলিক্রস স্কুলের দ্বিগবিজয়, অভিনব তাঁতি ও পিটারসন রিয়াং প্রত্যেক একটি করে উইকেট পেয়েছিল।