পানাজি, ২৬ মে (হি. স.): রবিবার মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ গোয়ায়। ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল একটি বাস।
দক্ষিণ গোয়ার পুলিশ জানিয়েছে, রোজেনবার্গার কোম্পানির কর্মী বোঝাই একটি বাস রাস্তার ধারের ঝুপড়িতে ঢুকে পড়ে। চালক মোড় ঘোরানোর চেষ্টা করলেও পরিণতি করুণ হয়। বাসটি রাস্তার পাশে থাকা ঝুপড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনার সময়ে ভেতরে বেশ কয়েকজন শ্রমিক ঘুমিয়েছিলেন।
এক পুলিশ কর্তা জানিয়েছেন, শ্রমিকদের মধ্যে কমপক্ষে ৪ জন মারা গেছেন এবং আরও ৪ জন একটি হাসপাতালে চিকিৎসাধীন। এরা সকলেই বিহারের বাসিন্দা। দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিল।