চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল আমবাসা থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৬ মে: আমবাসায় বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলছে চুরির ঘটনা। গত শনিবার আমবাসা এইচডিএফসি ব্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়ে যায়। পরবর্তী সময়ে স্কুটির মালিক আমবাসা থানায় স্কুটি চুরি হয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগ পেয়ে সি সি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ এরপর চুরি যাওয়া স্কুটিটি আমবাসা বাজার সংলগ্ন গৌরী শিশু বিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আজ  রবিবার উদ্ধার করে পুলিশ।

আমবাসা থানার পুলিশ আধিকারিক রঞ্জিত সরকার জানিয়েছেন আটক ব্যক্তির নাম ফলেন্দ্র দেববর্মা। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই স্কুটিটি উদ্ধার হয়। তবে দিন দিন আমবাসায় ঘটে চলা চুরির ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সে বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
এখন দেখার বিষয় চলতি মাসে ঘটে যাওয়া আরো কিছু চুরির ঘটনার রহস্য উন্মোচন করতে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *