নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মে: ধর্মনগরের মোটরস্ট্যান্ডস্থিত ভারতীয় মজদুর সংঘের- দ্বিতলের কনফারেন্স হলে ভারত বিকাশ পরিষদ, ধর্মনগর শাখা-র উদ্যোগে এক সাধারণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ধর্মনগর শাখা-র সম্পাদিকা সুপ্তা পুরকায়স্থ । সভায় প্রধান অতিথি তথা মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদ, উত্তর পূর্বাঞ্চলের রিজুয়ানাল জেনারেল সেক্রেটারি জগদিন্দু দেব ।বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত বিকাশ পরিষদ, উত্তর পূর্বাঞ্চলের রিজিওনাল ফিনান্স সেক্রেটারি কৌশিক রঞ্জন দে ভারত বিকাশ পরিষদ -এর ত্রিপুরা প্রান্ত -এর সম্পাদক নন্দন সাহা , ভারত বিকাশ পরিষদ -এর ধর্মনগর শাখার ফাউন্ডার মেম্বার ও বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিপি -র রাজ্য স্তরের প্রতিনিধিদ্বয় আশিস কুমার নাথ জী গৌতম রায় । এছাড়াও ধর্মনগরের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মৃণাল নাথ, চুমকি বিশ্বাস, বাণী দেবনাথ, রীতা নাগ,অনিতা ধর, রাহুল ব্যানার্জি,প্রদীপ চক্রবর্তী, অঞ্জন শর্মা,ননী গোপাল দেবনাথ, কাকলি রাউত(সাংবাদিক), অমিতা নাথ।
সভায় সাংগঠনিক বিষয়াদি ও তার উন্নতিকল্পে বিভিন্ন পথনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনাকরা হয়। বিভিপি- ধর্মনগর শাখার অ্যাডাপটেড ভিলেজ পানিছড়া-র উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদানের বিষয়ে নেতৃত্ব -কে অবহিত করা হয় এবং অবিলম্বে অনুদান প্রদানের ব্যবস্থা করার জন্য সনির্বন্ধ অনুরোধ রাখা হয়। পানি ছড়া গ্রামে ২০ টি পরিবার রয়েছে। যারা দরিদ্র সীমার নীচে বসবাস করে। তাদের শৌচালয় পানীয়জল ও পুজার সময় কাপড় দিয়ে সাহায্য করে ভারত বিকাশ পরিষদ ধমনগর শাখা। তাছাড়া সবসময় সহযোগিতা ও সাহায্য করে করে আসছে বিকাশ পরিষদের কাযকতারা বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিভিপি- ধর্মনগর শাখার নেতৃত্ব অমলেন্দু চৌধুরী ।