৫০তম রাজ্য দাবায় চ্যাম্পিয়ন ধর্মনগরের শেখোয়াত হোসেন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দাবার চ্যাম্পিয়নশিপে একেবারে নতুন মুখ। তাও সুদূর ধর্মনগরের। বাজিমাৎ শেখোয়াত হোসেনের। দ্বিতীয় রাউন্ডের শেষে যে শেখোয়াত ১৬ নম্বর স্থানে চলে গিয়েছিল। পঞ্চম রাউন্ডের শেষে চতুর্থ শীর্ষে উঠে এসেছে। ষষ্ঠ রাউন্ডের পর শীর্ষস্থানে উঠে এসে পরবর্তী চার রাউন্ড তাকে আর পেছনে দেখতে হয়নি। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী ট্রফি এবার ধর্মনগরে শেখোয়াত হোসেনের ঘরে। এবারকার সুদৃশ্য, সু-উচ্চ ট্রফির আরও একটি বিশেষত্ব রয়েছে। সেটি হলো ৫০ তম বর্ষ উপলক্ষে পঞ্চাশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ট্রফি। ১০ রাউন্ডের খেলায় ৯ পয়েন্ট পেয়ে শেখোয়াত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনবারের রাজ্য চ্যাম্পিয়ন উমাশঙ্কর দত্ত এবার রানার্স আপ  খেতাব দখলে সক্ষম হয়েছেন। রানার্স আপ ট্রফির উচ্চতাও রয়েছে ৪৫ ইঞ্চি। উমাশঙ্কর ১৯৯২, ১৯৯৬ এবং ২০২০ সালে তিনবার রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিল। উল্লেখ্য, এবারের আসরে তৃতীয় শীর্ষ স্থান পেয়েছে শান্তিরবাজারের অগ্রজিৎ পাল। তার অর্জিত পয়েন্ট সাড়ে সাত এবং সুদৃশ্য ট্রফির উচ্চতা ৪০ ইঞ্চি। রাজ্য সংস্থা আয়োজিত সুবর্ণজয়ন্তী বর্ষ ওপেন ফিডে রেটিং চেস সিলেকশন টুর্নামেন্টে বিলোনিয়ার দিব্যজ্যোতি সরকার চতুর্থ, সদরের অভিজ্ঞান ঘোষ পঞ্চম, সুব্রত চক্রবর্তী ষষ্ঠ, দিগন্ত রায় সপ্তম, কিংশুক দেবনাথ অষ্টম, সোমরাজ সাহা নবম এবং কৈলাশহরের কিংকর রায় দশম স্থান পেয়েছে। ‌ প্রথম ২০ জনকেই সংস্থার পক্ষ থেকে ট্রফি এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। মহিলা বিভাগে সেরার পুরস্কার পেয়েছে আরাধ্যা দাস। বিশেষ পুরস্কার পেয়েছেন শান্তির বাজারের সুলেখা দাস রবিবার সন্ধ্যায় এনএসআরসিসি-র ইনডোর হল-এ অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ড। প্রধান অতিথি হিসেবে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের অজিত কুমার বার্মা উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *