লখিমপুর খেরি, ২৬ মে (হি. স.): দ্রুত গতির বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক শিশু সহ ৪ জনের। রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি থানার নাকাহা শঙ্করপুর হাইওয়েতে ঘটে দুর্ঘটনাটি। স্থানীয়রাই খবর দেয় পুলিশে।
দুর্ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওভারটেক করতে গিয়ে মুখোমুখি ধাক্কা লাগে বাস এবং গাড়িটির। ঘটনাস্থলেই এক শিশু সহ ৪ জনের মৃত্যু হয়। ঘটনায় মোট ৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।