সমগ্র দেশে খুব ভালো ভোটগ্রহণ চলছে : মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): সমগ্র দেশে খুব ভালো ভোটগ্রহণ চলছে, সন্তোষ প্রকাশ করে বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ নিয়েও খুশি তিনি। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় শনিবার দিল্লির একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমি যখন প্রথমবার ভোট দিয়েছিলাম, তখন আমার বাবার সঙ্গে গিয়েছিলাম এবং এখন তাঁর বয়স ৯৫ বছর, আজ তিনি আমার সঙ্গে ভোট দিয়েছেন। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং প্রত্যেক ভোটারকে নিজেদের ভোট দিতে হবে…সমগ্র দেশে খুব ভালো ভোট হচ্ছে। আপনারা জম্মু ও কাশ্মীরে দেখছেন, সেখানে কত ভালো ভোট হচ্ছে।”

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, “সন্দেহের বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে, একদিন আমরা সবাইকে বলব এবং কীভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তা প্রকাশ করব। এই কারণে আমাদের ভোটদানেও প্রভাব পড়ছে কারণ ইভিএম ঠিক আছে কি না, ভোটের তালিকা ঠিক আছে কি না, তা নিয়ে মানুষের মনে সংশয় দেখা দেয়। গতকাল সুপ্রিম কোর্ট এসবের জবাব দিয়েছে, আমরাও একদিন জবাব দেব।” তিনি আরও বলেন, “সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ওডিশা, পশ্চিমবঙ্গ ও বিহারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।”