আগরতলা, ২৫ মে: হেরিটেজ পার্কের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় এক যুবক উদ্ধার হয়েছে। দমকলের কর্মীরা জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীনে আছে। কিন্তু তাঁর পরিচয় জানা যায় নি। স্হানীয়দের প্রাথমিক ধারণা, সে নেশাগ্রস্ত অবস্থায় বাথরুমে পড়েছিলেন।
জানা গিয়েছে,আজ হেরিটেজ পার্কের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় এক যুবক পড়ে থাকতে দেখেন স্হানীয় মানুষ। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীনে আছে। কিন্তু তাঁর পরিচয় জানা যায় নি।
স্হানীয়দের প্রাথমিক ধারণা,সে নেশাগ্রস্ত অবস্থায় বাথরুমে পড়েছিলেন। আগেও তাঁকে ওই এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেছেন।