আগরতলা, ২৫ মে: শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। এদিন অভিযানে নেমে রাস্তায় বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন জনৈক ট্রাফিক পুলিশ।
এদিন তিনি বলেন, মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর জগন্নাথ বাড়ি রোডে রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।
তাই বেআইনিভাবে রাস্তায় গাড়ি পাকিং করার জন্য মালিকদের ট্রাফিক দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছে। পরর্বতী সময়ে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে। পাশাপাশি আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।