আগরতলা, ২৫ মে : নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় এক অঙ্ক শিক্ষককে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছি ছি রব পড়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গৃহ অঙ্কন শিক্ষক কর্তৃক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ হাতে পেয়ে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষককে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানা এলাকায় করইলং এলাকার শংকর মজুমদার নামের এক গৃহ অঙ্কন শিক্ষকের নিকট আট বছর বয়সী এক নাবালিকা অঙ্কনের প্রশিক্ষণ নিতে গেলে অঙ্কন শিক্ষক শংকর বাবু ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে ওই নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।