আগরতলা, ২৫ মে: আইনজীবীদের হাতে তুলে দেওয়া হল এনরোলমেন্ট সার্টিফিকেট।
শনিবার ত্রিপুরা হাইকোর্ট চত্বরে ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ১৫১ জন আইনজীবীর হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এইদিন থেকে এই সকল আইনজীবীরা যে কোন কোর্টে গিয়ে মামলা লড়তে পারবে।
এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের চেয়ারম্যান রতন দত্ত। তিনি জানান ত্রিপুরা থেকে ১৭৮ জন নতুন আইনজীবী অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করেছে। তাই এইদিন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন আইনজীবীদের হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে।
এইদিন মোট ১৫১ জন নতুন আইনজীবীর হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এখন থেকে তারা যে কোন আদালতে গিয়ে মামলা লড়তে পারবে। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।