গণতন্ত্রের উৎসবে সামিল দিল্লির মুখ্যমন্ত্রী, সপরিবারে ভোট দিলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): সপরিবারে গণতন্ত্রের উৎসবে সামিল হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে দিল্লির একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল ও ছেলে-মেয়ে। ভোট দেন কেজরিওয়ালের বাবাও। তবে, অসুস্থতার কারণে কেজরিওয়ালের মা ভোট দিতে পারেননি।

ভোট দেওয়ার পর মুখে একগাল হাসি নিয়ে কালো লাগানো আঙুল দেখান কেজরিওয়ালের পরিবারের সদস্যরা। কেজরিওয়াল বলেছেন, “আমার বাবা, স্ত্রী, সন্তানরা ও আমি ভোট দিয়েছি। মায়ের শরীর ভালো না থাকায় তিনি আসতে পারেননি। স্বৈরাচার, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ভোট দিয়েছি। আমি জনগণের কাছে আহ্বান জানাই ভোট দিতে আসুন।”