শিমলা, ২৪ মে (হি.স.): ভারতের যে গতি ও দক্ষতা প্রয়োজন তা একমাত্র বিজেপিই দিতে পারে। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হিমাচল প্রদেশের শিমলায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশ যখন মোদীকে জানত না, তখনও আপনারা আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিতে কোনও খামতি রাখেননি। সময় বদলেছে, কিন্তু মোদী বদলায়নি। হিমাচলের সঙ্গে মোদীর সেই পুরনো সম্পর্ক।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি তৃতীয়বার মতো বিজেপি সরকারের জন্য আশীর্বাদ নিতে আপনাদের কাছে এসেছি। আমার আশীর্বাদ দরকার, শক্তিশালী ভারত গড়ার জন্য, বিকশিত ভারত গড়ার জন্য এবং বিকশিত হিমাচলের জন্য।” মোদী বলেছেন, “হিমাচল প্রদেশ সীমান্ত সংলগ্ন একটি রাজ্য। হিমাচলের মানুষ একটি শক্তিশালী এবং মজবুত সরকারের অর্থ জানে। মোদী আপনাদের জন্য নিজের জীবনের ঝুঁকি নেবেন, কিন্তু আপনাদের কোনও সমস্যায় পড়তে দেবেন না।”
2024-05-24
