জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

নয়াদিল্লি ও কলকাতা, ২৪ মে (হি. স.) : দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বুধবার ভোরের বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। তখনই জানা গিয়েছিল, এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান। সেই মতো শুক্রবার সকালেই বোস দেখা করলেন ধনখড়ের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *