তীব্র দাবদাহে ধর্মনগরে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে উষ্ণ পানীয় বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মে: তীব্র দাবদাহ থেকে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে উত্তর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব প্রতিষ্ঠান ও ধর্মনগর শহরের জনগণরা ঠান্ডা পানীয় সরবত দিয়ে তৃষ্ণা নিবারণের প্রয়াস শীর্ষক কর্মসূচী হাতে নিয়েছে।

একে কেন্দ্র করে   উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়া এলাকায় পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষদের প্রচন্ড গরমে তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা সরবত প্রদান করে। জানা যায় এই অনুষ্ঠানে প্রায় ৬৫০ জনেরও অধিক পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় প্রদান করা হয়।

যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অমর দেব, বিজেপির উত্তর জেলার জেলা সম্পাদিকা গায়ীত্রী ঘোষ, বিজেপির বাগবাসা বিধানসভার ১৯নং বুথের বুথ সভাপতি চন্দন ঘোষ, বিজেপির ধর্মনগর বিধানসভার ৩৭নং বুথের বুথ সভাপতি পিজুষ দাস, ৩৭নং বুথের সম্পাদক মিঠন দাস,রাজীব ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *