শিলিগুড়ি, ২৪ মে (হি.স.) : শিলিগুড়ি সেক্টরের অধীনে ১৭৬ তম ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বর্ডার আউট পোস্ট ফুলবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে গবাদি পশু ভর্তি একটি কন্টেইনার আটক করেছে। এই ঘটনায় কন্টেইনার চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। ধৃতরা কন্টেইনার চালক নূরে আলম (২৭), আইনুল হক (২২) ও জৌনশেখ (৩৫)। শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এনএইচ-৩১-এ মহানন্দা ব্যারেজ থেকে আসা একটি কন্টেইনারকে ফুলবাড়ির পুলিশ টোল প্লাজায় কাছে থামায় বিএসএফ জওয়ানরা। চালককে কন্টেইনারে বোঝাই গবাদি পশু সংক্রান্ত কাগজপত্র দেখাতে বললেও চালক সেই সমস্ত কাগজপত্র দেখাতে পারেননি। এরপর কন্টেইনার সহ তিনজনকে আটক করা হয়। কন্টেইনার থেকে ৪২টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। বিএসএফ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটক কন্টেইনার সহ ধৃতদের এনজেপি থানায় হস্তান্তর করেছে।