নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: প্রকাশ্য দিবালোকে মা হারা ১৩ বছরের নাবালিককে ধর্ষণের চেষ্টা করে অমল পাল নামে মাঝ বয়সী এক ব্যক্তি। অভিযুক্তকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। নাবালিকার পরিবারসহ এলাকার মানুষ অভিযুক্তের ফাঁসির দাবি করেন। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধী গ্রাম এলাকায় শুক্রবার দুপুরে।
ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম এলাকায় মা হারা ১৩ বছরের এক নাবালিকাকে বাড়ির নির্জনতার সুযোগে গান্ধী গ্রাম নন্দী বাড়ি এলাকার মাঝ বয়সী অমল পাল নামে এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করে। কোনো রকম নাবালিকা ছুটে দৌড়ে অন্য বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায়। প্রায় দেড় বছর হয় নাবালিকার মা প্রয়াত হন এবং বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।
পরে অভিযুক্ত নন্দী বাড়ি এলাকার এই পাশবিক লালসায় নিমজ্জিত কুলাঙ্গার মনা পালের ছেলে অমল পালকে স্থানীয়রা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দেন। নাবালিকার পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত অমল পালের ফাঁসি দাবি করেন। পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে সকল মানুষ অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। জানা যায় এই নরপিশাচ অমল পাল বিবাহিত তারই একই বয়সের এক কন্যা সন্তান রয়েছে। তার এই ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

