কলকাতা, ২৩ মে (হি. স.) : “যে যত পারেন আমাকে গালাগাল দিন। আমার গায়ে আর ফোস্কা পড়বে না। গালাগাল আমার কাছে বিচার্য কিছু নয়। আমার কাছে বিচার্য হল মানুষ। আমি কোনও নেতা, দল কাউকে ভয় পাই না। যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না, আমি সেদিন চলে যাব।”
উত্তর কলকাতার বৌবাজারে নির্বাচনী সভা থেকে এমনটাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে বৃহস্পতিবার এক যোগে বিজেপি ও বামেদের নিশানা করেন তৃণমূল নেত্রী।
তাঁর কথায়, “আমি সংসদ থেকে চলে আসার পরে সুদীপ বন্দোপাধ্যায় সংসদে বিশ্বস্ততার প্রতীক। তাঁর সঙ্গে যেন কেউ কোনও তুলনা না টানেন। তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন।”
বৌবাজার মেট্রোর কাজে বাড়ি ভাঙা প্রসঙ্গে এদিন মমতা বলেন, “মেট্রো রেলের কারণে এখানে ভেঙে গিয়েছিল অনেক কিছু। আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা আমাকে একটা সোনা দেবেন তার জন্যে আসিনি। আপনারা দেশকে গর্বিত করেছেন তাই এসেছিলাম।”