BRAKING NEWS

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত এক, আহত ৩

নয়াদিল্লি, ২৩ মে (হি. স.): বৃহস্পতিবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন।

জানা গেছে, তাঁরা জয়পুর থেকে গুরগাঁও যাচ্ছিলেন। পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। পুলিশ সূত্রে জানা জানা গিয়েছে, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর পার্ক করা ছিল মাল বোঝাই ট্রাকটি। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই চারচাকা গাড়িটি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *