BRAKING NEWS

ইন্ডি জোটের দলগুলি নিজেদের পরিবারবাদ ও তোষণের ধারণা প্রচার করতে একত্রিত হয়েছে : নাড্ডা

ময়ূরভঞ্জ, ২৩ মে (হি.স.): ইন্ডি জোটের দলগুলি নিজেদের পরিবারবাদ ও তোষণের ধারণা প্রচার করতেই একত্রিত হয়েছে। বৃহস্পতিবার ওডিশার ময়ূরভঞ্জের জনসভায় এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, “মোদীজি জনগণের সংরক্ষণের অধিকার রক্ষা করবেন! ইন্ডি জোট রিজার্ভেশন কেড়ে নিয়ে নিজেদের ভোটব্যাঙ্ককে দিতে চায়। এর থেকে বাঁচাবে বিজেপি!”

ওডিশা সরকারের সমালোচনা করে নাড্ডা বলেছেন, “ওডিশার কোনও ছেলে-মেয়ে এখানে প্রশাসন চালাতে পারে। ওডিশার সাংসদ-বিধায়কদের মুখ্যমন্ত্রী পদে পৌঁছতে কে বাধা দিচ্ছে? আপনারা পদ্মের বোতাম টিপুন এবং বিজেপিকে জয়ী করুন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এখানে শুধুমাত্র ওডিশার ছেলে অথবা মেয়ে রাজত্ব করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *