BRAKING NEWS

দ্রৌপদী-মোদী-অমিত-মমতা, সামাজিক মাধ্যমে বিশিষ্টদের বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা

কলকাতা, ২৩ মে (হি. স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— দেশের শীর্ষস্থানীয়দের অনেকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।

দ্রৌপদী মুর্মু লিখেছেন, “শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি সমস্ত সহ নাগরিক এবং বিশ্বে ছড়িয়ে থাকা ভগবান বুদ্ধের অনুসারীদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

নরেন্দ্র মোদী লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। গত এক দশক ধরে, আমাদের কাজ ভগবান বুদ্ধের আদর্শকে পূরণ করতে এবং সমৃদ্ধ এবং একটি দীর্ঘস্থায়ী বিশ্ব গড়ে তোলার জন্য আমাদের গভীর মূল প্রতিশ্রুতিকে তুলে ধরে।”

অমিত শাহ লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমার পবিত্র উৎসবে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! ত্যাগ, অহিংসা, মমতা ও মৈত্রীর বার্তা দিয়ে ভগবান বুদ্ধ সমগ্র মানব সমাজকে একটি অর্থপূর্ণ জীবন যাপনের চাবিকাঠি দিয়েছিলেন। তাঁর শিক্ষা যুগে যুগে আমাদের পথ দেখাতে থাকবে।” মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *