BRAKING NEWS

ধর্মনগরে জ্যোতিবর বুদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মে: ধর্মনগরের কলেজ রোড স্থিত জ্যোতি বর বুদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে করুনাশ্রী মহাখের বুদ্ধ পূর্ণিমার সারমর্ম বিশ্লেষণ করে দেখালেন।

তিনি বললেন আজকের দিনে অর্থাৎ ৫৬৮ বছর আগে সিদ্ধার্থ নেপালের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ৩৫ বছর বয়সে বর্তমান বিহারের গোয়া জেলার বৌদ্ধ গয়াতে তিনি বুদ্ধ নামে সুপরিচিত হয়েছিলেন। ৮০ বছর বয়সে আজকের দিনে তিনি মহাপ্রয়াণ এর পথ বেছে নিয়েছিলেন।

এই দিনটিতে সারা বিশ্বে যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী যারা বুদ্ধের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা বুদ্ধদেবের পূজা অর্চনা করেন। বুদ্ধ দেবতা সারা পৃথিবীতে শান্তির দূত হিসাবে কাজ করে গেছেন।

প্রচন্ড গরম তাই মানুষের কিছু অসুবিধা হচ্ছে কিন্তু দিনের আলোতেও লোকেরা কলেজ রোড স্থিত বুদ্ধ বিহারে এসে ভিড় জমাচ্ছে তবে প্রখর রোদ কমে গেলে বিকেলের দিকে ভিড়ের পরিমাণ আরো বেড়েছে বলে খবর। জ্যোতি বর বুদ্ধ বিহারে মানুষ শান্তির জন্য চলে আসে বলে তিনি বর্ণনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *