নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: মহেশখলা সাইবাবা গ্যাস অফিসে চোরের হানা। ঘটনায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দিন দিন চুরির ঘটনা বেড়েই চলছে। গতকাল রাতে আবারও মহেশখলাস্থিত সাই বাবা গ্যাস অফিসে হানা দেয় চোরের দল। নিয়ে যায় কম্পিউটার,গ্যাসের চুল্লি,রেগুলেটর সহ প্রায় ৪থেকে ৫ লাখ টাকার সামগ্রী। এই বিষয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন কর্তৃপক্ষ।
সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকার ভিকি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাত দিন দৌঁড়ঝাপে থাকা এয়ারপোর্ট থানার এই ব্যাস্ততার সুযোগে এলাকায় মাথা চাড়া দিয়েছে চোরের দল। সংগঠিত করছে বিভিন্ন চুরি কান্ড। বাদ যাচ্ছেন স্কুল,পঞ্চায়েত ,ওয়াটার পাম্প,গ্যাসের অফিসও। এমতাবস্থায় পুলিশের আশায় বসে না থেকে জনগনের সচেতনতার প্রয়োজন। তাহলেই এই সকল চুরি কান্ড রোখা যেতে পারে বলে স্থানীয়দের দাবি।
পাশাপশি সাই বাবা গ্যাস অফিসে চোরের দলের হানার জন্য অত্র এলাকায় ব্যাহত হয়েছে গ্যাস পরিষেবা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে ড্রাগস সেবনকারীরা এই চুরি কান্ডের সঙ্গে যুক্ত রয়েছে।