আগরতলা, ২২ মে : প্রকাশ্য দিবালোকে এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিত পূর্ব থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে হত্যাকাণ্ডে অভিযুক্ত দীপঙ্কর সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে চার দিনের পুলিশ রিমাণ্ড চেয়ে আদালতে তুলে হয়েছে। আদালত চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, বন্ধ দোকান খুলে সিগারেট বিক্রি না করায় দোকানদারকে পিটিয়ে খুন করা হয়েছিল আগরতলা প্রতাপগড় এলাকাযর বাসিন্দা সুখেন দাসকে। সুখেন দাস হার্টের রোগী ছিলেন। গত ১৬ মে দীপঙ্কর সরকার সুখেন দাসের দোকানে চা খেতে যায়। চা খেয়ে টাকা নেই বলে চলে আসে দীপঙ্কর। পরের দিন সুখেন দাস দোকান থেকে ফেরার সময় তার কাছে সিগারেট চায় দীপঙ্কর। তখন সুখেন দাস বলেন, দোকান বন্ধ করে ফেলেছেন, এখন আর দোকান খোলা সম্ভব নয়। তার পরের দিন অর্থাৎ ১৮ মে যখন সুখেন দাস দোকান খুলে বসে তখন পেছন দিক দিয়ে গিয়ে দীপঙ্কর সুখন দাসের মাথায় ইট দিয়ে আঘাত করে। তাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সে সময় রাস্তার পাশে থাকা এক রিকশা চালক সুখেন দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে আহত অবস্থায় নিয়ে গিয়েছিল। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুখেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার স্ত্রী ইতি দাস পূর্ব থানায় ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় মামলা দায়ের করেছিলেন।সাথে সাথে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল।
এ বিষয়ে পূর্ব থানার ওসি ওসি সঞ্জিত সেন।। জানিয়েছেন পুলিশী তদন্তে হত্যাকান্ডের সাথে জড়িত প্রতাপগড় এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকারকে (৩৩) আটক করেছে পুলিশ। তাকে চার দিনের পুলিশ রিমাণ্ড চেয়ে আদালতে তুলে হয়েছে। আদালত চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বলে জানিয়েছেন তিনি।

