BRAKING NEWS

রাহুলের অলরাউন্ড পারফরম্যান্সে লীগের শেষ ম্যাচে কসমোপলিটনকে হারিয়ে ও পি সি-র চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  বাজিমাৎ ওল্ড প্লে সেন্টারের। শেষ ওভারে স্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে লীগ অভিযান শেষ করার আনন্দটা উপভোগ করে নিলো ওল্ড প্লে সেন্টার। তাও শক্তিশালী দল কসমোপলিটনকে হারিয়ে। দুই বল বাকি থাকতে দুই উইকেটে রোমাঞ্চকর জয় ওল্ড প্লে সেন্টারের। লীগের অন্তিম পর্যায়ে এসে এ ধরনের পরাজয় কসমোপলিটনের প্রত্যাশায় ছিল না। মূলতঃ প্রকৃতির কাছেই যেন হার মানলো কসমোপলিটন। সকালের বৃষ্টি, মাঠ অপপ্রস্তুত, খেলা শুরু হতে প্রায় পাঁচ ঘন্টা দেরি। অবশেষে ৫০ ওভারের ম্যাচ ১৭ ওভারে সিদ্ধান্ত। ওয়ানডে ম্যাচ, টি২০ আদলে খেলতে গিয়ে মাঠের হিসেব-নিকেশ অনেকটাই পরিবর্তন হয়ে গেল। এমবিবি স্টেডিয়ামে বেলা দুইটায় টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটের অন্তিম দিনের খেলায় টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ১৭ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় ঘোষের ৩৫ রান এবং দানবীর সিং এর ৩২ রান উল্লেখযোগ্য। ওল্ড প্লে সেন্টারের ঋতায়ন দে এবং রাহুল চন্দ্র সাহা দুজনেই ১৮ করে রান দিয়ে চারটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ওল্ড প্লে সেন্টার অনেকটা ব্যালেন্স বজায় রেখে খেলে ঠিক দুই বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা সর্বাধিক ৩২ রান সংগ্রহ করে দলকে জয় এনে দিতে অনবদ্য ভূমিকা পালন করে। কসমোপলিটনের চন্দন রায় দুটি উইকেট পেয়েছিল। বলে-ব্যাটে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বিজয়ী দলের রাহুলচন্দ্র সাহা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *