৫ দফার ভোটেই মোদীর ৩১০ আসন পার, দাবি শাহর

পূর্ব মেদিনীপুর, ২২ মে (হি. স.): ‘৫ দফার ভোটেই নরেন্দ্র মোদী ৩১০ আসন পার করে গিয়েছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে।’ এখনও পর্যন্ত হওয়া পাঁচ দফার ভোটে কত আসন বিজেপির দখলে এসে গিয়েছে, বুধবার তারই দাবি করলেন অমিত শাহ। ফের তাঁর মুখে জয়ের আসন সংখ্যা নিয়ে শোনা গেল বড় দাবি।

পাঁচ দফায় ভোটগ্রহণ হয়েছে। এখনও ২৫ মে ও ১ জুন-এ ষষ্ঠ ও সপ্তম দফায় ভোটগ্রহণ বাকি রয়েছে। কাঁথির বিজেপি প্রার্থী এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে এ দিন ভূপতিনগরে ভোট-প্রচার করেন অমিত শাহ।

বাংলা থেকে ৩০টারও বেশি আসন পাবে বিজেপি- এই দাবি আগেও করেছেন অমিত শাহ। সেই দাবিতেই অনড় থেকে শাহ বলেন, ‘এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদী ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় আসন্ন।’

এনআরসি-সিএএ থেকে শুরু করে রামমন্দির ছত্রে ছত্রে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ। তাঁর বক্তৃতায় উঠে আসে ভারত-পাক সীমান্ত সমস্যা, পাক-নিয়ন্ত্রণাধীন কাশ্মীর থেকে শুরু করে রাজ্যের দুর্নীতির অভিযোগের কথাও।

শাহের তোপ, ‘শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমরা ভয় পাই না, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। না হলে বাংলার মানুষ ২-৪টি আসনও এবার দেবে না।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *