BRAKING NEWS

আন্তঃ স্কুল ক্রিকেট : ডিরোজিওকে নকআউট করে হোলিক্রশ সেমিফাইনালে

হেনরি ডিরোজিও-‌১৩৩/‌৮

হোলিক্রশ ‌স্কুল-‌১৩৯/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়ে সেমিফাইনালে হোলিক্রশ স্কুল। হেনরি ডিরোজিও একাডেমিকে নক আউট করে। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সদর আন্তঃ স্কুল টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে বুধবার দুপুরে হয় চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। তাতে হোলিক্রশ স্কুল ৬ উইকেটে পরাজিত করে শ্রী কৃষ্ণ মিশন স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হেনরি ডিরোজিও স্কুলের গড়া ১৩৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওহলিক্রশ স্কুল। বিজয়ী দলের দিগ্বীজয় ৪৭ রান করে। বৃ্ষ্টিতে সকালে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুপুরে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হেনরি ডিরোজিও স্কুল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। হোলিক্রশ স্কুলের বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই নড়বড়ে ছিলো হেনরি ডোরিজিও স্কুলের ইনিংস। দলের পক্ষে সৌম্রাংশু পাল ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৮, রাজদীপ দেবনাথ ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬, উজ্জয়ন বর্মন ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং শাহিন জামান চৌধুরি ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। হোলিক্রশ স্কুলের পক্ষে অদ্রিতা দে ২৩ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে হোলিক্রশ স্কুল ৪ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হোলিক্রশ স্কুল। দলের প৭ দলনায়ক দিগ্বীজয় ৩৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৭,অঙ্কন চন্দ ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ (‌অপ:‌), দেবজ্যোতি পাল ৩০ বল খেলে ২৮ এবং দেবরাজ দে ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১(অপ:‌‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। ‌‌হেনরি ডিরোজিও স্কুলের পক্ষে সোম্রাংশু পাল ১৫ রানে ২ টি উইকেট দখল করে। বিজয়ী দলের দ্বিগবিজয় পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *