পূর্ব মেদিনীপুর, ২২ মে (হি. স.) : লোকসভা নির্বাচনের পরেও রাজ্যে যাতে আধা সামরিক বাহিনী থাকে, সেই জন্য বিজেপি-র তরফে আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কাঁথির সভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। কিন্তু, তারপরও আরও ১৫ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। এবার এই নিয়ে অমিত শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছিল, ভোটের পরও সিআইএসএফ, এসএসবি, সিআরপিএফ এবং বিএসএফ সহ রাজ্যে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু বাছাই করা এলাকাতে তা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
প্রাথমিকভাবে ১৫ দিন এবং পরবর্তী ক্ষেত্রে পর্যালোচনা করে সেই সময়ের অবধি নির্দিষ্ট করা হতে পারে বলে জানা যাচ্ছিল। এবার অমিত শাহ প্রকাশ্য সভা থেকে সরাসরি জানিয়েছেন, ভোটের পরও যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই জন্য আবেদন জানানো হয়েছে।