নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
প্রতারণার করে একের পর এক চারটি বিয়ে করার অভিযোগে এক টিএসআর জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
ঘটনায় বিবরণে জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে একের পর এক চার চারটি বিয়ে করার অভিযোগ উঠলো টিএসআর- র দ্বিতীয় ব্যাটেলিয়নের এক জওয়ানের বিরুদ্ধে। হেমন্ত চাকমা(৩৭)নামে ঐ টিএসআর জওয়ান ব্যাটেলিয়নের আরকে নগর হেড কোয়ার্টারে রাইফেলম্যান পদে কর্মরত। গোমতী জেলার নতুন বাজার থানাধীন যতনবাড়ীতে বাড়ী হেমন্তের।
পরপর তিনবারের বিয়ের পর চতুর্থবার সে বিয়ে করেছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার জনৈকা ডিভোর্সী মহিলাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই বিয়ে হয়। তেলিয়ামুড়ার গৌরাঙ্গটিলা ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতো হেমন্ত।
২০২৩ সালের ডিসেম্বর মাসে স্বামী হেমন্ত চাকমার বিরুদ্ধে প্রতারণা করে বিয়ে করা সহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার স্ত্রী।
পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯/৪২০/৪৯৮/৪৯৮ (এ) ধারায় মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে।তদন্তে জানা যায় টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের অভিযুক্ত জওয়ান একের পর এক মোট চার চারটি বিয়ে করে। পুলিশ হেমন্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে অভিযুক্ত টিএসআর জওয়ান হেমন্ত চাকমাকে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।