আগরতলা, ২১ মে: চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী।
প্রসঙ্গত, এবছর মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ৩৩ হাজার ৭৩২ জন। উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ২৩ হাজার। ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। ৯ মে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছিল।
আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সাথে তিনি যোগ করেন, এবছর ২,৪৩৮জন শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত থাকবেন।মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চারটি কেন্দ্র হল কামিনী কুমার উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়, বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ।এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্র হল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ।আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, জানান তিনি।