BRAKING NEWS

ভারতে নিখোঁজ এমপি আনারের কোনো হালনাগাদ তথ্য নেই: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা থেকে মনির হোসেন।।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এখন পর্যন্ত কোনো হালনাগাদ তথ্য নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ও ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই তিনি ভারতে যান। তার পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সরকারি সব সংস্থাগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, এসবি ও পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি, ভারতীয় সরকারের মাধ্যমে শিগগিরই তার বিষয়ে জানতে পারবো। তার বিষয়ে কোনো আপডেট (হালনাগাদ তথ্য) পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যতটুকু শুনছি, আনারের মোবাইলটাও বন্ধ আছে।

এদিকে, ছয় দিন ধরে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের খোঁজ পাচ্ছে না পরিবার। এ নিয়ে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও চিন্তায় আছেন। কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও চরম হতাশা দেখা দিয়েছে। এমপি আনার কোথায় আছেন, কেমন আছেন তা জানার জন্য সকাল বিকাল তার বাড়ির সামনে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য মানুষ এসে ভিড় করছেন। এ সময় অনেককে কান্নাকাটি করতে দেখাও গেছে। এদিকে তার খোঁজে ভারতে গেছেন পরিবার সদস্য ও স্বজনরা।
এমপি আনারের ভাই ইমান আলী বলেন, আনারের এখনও কোনও খোঁজ খবর পাওয়া যায় নি। আশা করি তাকে পাওয়া যাবে। কীভাবে এটা নিশ্চিত করছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমাদের যারা ভারতে গেছে, তারা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছেন। তারা বলেছেন, টেনশনের দরকার নেই। এমপিকে পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন তারাও ঠিক একইভাবে জানিয়েছেন। বর্তমানে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, ভাইপো সাইমন, প্রতিবেশী আশিকুর রহমান সোহাগসহ বেশ কয়েকজন ভারতে রয়েছেন। এমপি আনার ভারতে গিয়ে যেসব ভারতীয় বন্ধুবান্ধব, ব্যবসায়ীক পার্টনারদের সঙ্গে ঘোরাফেরা বা মেলামেশা করতেন মূলত তারাই এমপি আনারের খোঁজ নিচ্ছেন। প্রশাসনের সঙ্গে কথা বলছেন। বাংলাদেশ থেকে যাওয়া এমপির মেয়ে ও ভাইপোদের তারাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *