BRAKING NEWS

সম্ভাব্য দুর্যোগে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠক মন্ত্রীর

কলকাতা, ২১ মে (হি. স.): ঘূর্ণিঝড় ‘রিমাল’ ও কালবৈশাখীর সতর্কতামূলক সঙ্কেত দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নিতে মঙ্গলবার বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “মন্ত্রী আধিকারিকদের সদা সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দিষ্ট নির্দেশ দেন। ঝড়ের ফলে কোথাও কোনও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়ার নির্দিষ্ট নির্দেশ দেন মন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *