নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ মে:
জলে ডুবে মর্মান্তিক মৃত্যু কলাবতী দেববর্মা নামে এক পঞ্চাশোর্ধ মহিলার।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার খোয়াই থানাধীন পুরাতন তবলা বাড়ি এলাকায়। মৃত মহিলার নাম কলাবতী দেববর্মা।
পরিবার সূত্রে জানা যায় যে মঙ্গলবার সকাল আটটায় নিজ বাড়ির পুকুরে যায় উক্ত মহিলা। পুকুরে তখন জল সিঞ্চনের কাজ চলছিল। হঠাৎই মহিলা পা পিছলে পুকুরের জলে পড়ে যায়। ঘটনার সময় পুকুরের পাড়ে কেউ ছিলনা। এদিকে কলাবতী দেববর্মা নিজেও জানতো না, উনি যে সাঁতার জানে না। তাই সাতার না জানাতে জলে ডুবে মৃত্যু হয় কলাবতী দেববর্মার। ঘটনার পর কলাবতী দেববর্মাকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। পুলিশ উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে দুপুরে ময়না তদন্তের পর কলাবতী দেববর্মার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে। ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।