আগরতলা, ২১ মে: নির্মীয়মান লিফ্ট এর মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ রামনগরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মানসিক অবসাদের কারণে আত্নহত্যা করেছে ওই ব্যক্তি এমনটাই ধারণা প্রতিবেশীদের।খবর দেওয়া হলে পুলিশ। ঘটনাস্থলে ছুটে এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রামনগরের বাসিন্দা জহর লাল পালের বাড়ির ভাড়াটিয়া স্কুল অরুপ কুমার দওের (৫১) ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়েছে। আজ সকালে তাঁর স্ত্রী ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। মৃত ব্যক্তির স্ত্রী শিপ্রা ঘোস দত্ত উদয়পুর স্কুলের শিক্ষিকা।
বাড়ির মালিক জহর লাল পাল জানিয়েছেন, মানসিক অবসাদের কারণে আত্নহত্যা করেছে অরুপ। গত সাত মাস আগে তারা ওই বাড়িতে ভাড়া এসেছিলেন।