কলকাতা, ২১ মে (হি. স.) : আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু এত দিন পর কেন এই চার্জশিট দেওয়ার প্রয়োজন পড়ছে, সিবিআই এত দিন ধরে কী করছিল, এই সব প্রশ্ন তুলে তদন্তকারী সিবিআই-কে ভর্ৎসনা করেন বিশেষ আদালতের বিচারক।
বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৩ জুলাই চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তকে সশরীরে হাজিরা দিতে হবে।
এর আগে কয়লা পাচার মামলায় দু’টি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। দু’টি চার্জশিটে মোট ৪৩ জন অভিযুক্তের নাম রয়েছে। মঙ্গলবার নির্ধারিত সময়ে আদালত চত্বরে এসে উপস্থিত হন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উমেশকুমার সিংহ। হাজির হন বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবীও। কিন্তু ওই আইনজীবীদের কয়েক জন আদালতে দাবি করেন, কয়লা পাচার মামলায় তদন্ত সংক্রান্ত কোনও নথি হাতে পাননি তাঁরা। তার পরই বিচারক ওই আইনজীবীদের হাতে মঙ্গলবারই নথি তুলে দেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার শারীরিক কারণে আদালতে গরহাজির ছিলেন দুই অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ নন্দা। নারায়ণের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, তাঁর মক্কেল অসুস্থ। তবে বিশেষ প্রয়োজনে তাঁকে গাড়িতে চাপিয়ে আদালতে নিয়ে আসা সম্ভব।
জয়দেবের বিরুদ্ধে আবার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। সিআইডির সেই মামলায় এখনও গ্রেফতার হননি তিনি। কলকাতা হাই কোর্টও তাঁকে কোনও ‘রক্ষাকবচ’ দেয়নি। মঙ্গলবার বিশেষ আদালতে এই প্রসঙ্গ উঠলে বিচারক জানান, দু’টি মামলা আলাদা। তাই দু’টি বিষয়কে এক করে দেখা ঠিক হবে না।
সিবিআইয়ের কৌঁসুলি আদালতে এ-ও জানান যে, এই মামলায় আরও কয়েক জনের নাম অন্তর্ভুক্ত করে তারা আদালতে একটি অতিরিক্ত চার্জশিট জমা দেবে।