আমেদাবাদ, ২১ মে (হি. স.):আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের আগে জঙ্গিহানা ঘটতে পারে এই আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে চার শ্রীলংকান জঙ্গিকে। অনুমান করা হচ্ছে, শ্রীলঙ্কা থেকে এই জঙ্গিরা চেন্নাই থেকে আহমেদাবাদ এসেছে।
তাই স্টেডিয়াম জুড়ে হাই-অ্যালার্ট জারি করার পাশাপাশি নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে।তিন হাজার পুলিশকর্মী মোতায়ন করা হচ্ছে স্টেডিয়ামে। এছাড়াও থাকছে ৮০০ প্রাইভেট সিকিউরিটি গার্ড থাকবে স্টেডিয়ামের চারটে প্রধান গেটে। যার ফলে দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে হলে নিরাপত্তার তিন ধাপ পেরোতে হবে।