BRAKING NEWS

পুনেতে জাতীয় কিকবক্সিং আসরে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী ২১ থেকে ২৬ শে  মে মহারাষ্ট্রের পুনে শহরের বালেবাড়ি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিলড্রেন এন্ড ক্যাডেট ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৪। উল্লেখ্য, এই সর্বভারতীয় জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতার আয়োজক হল ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশন। যা কিনা ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, সর্বভারতীয় কিকবক্সিং সংস্থা l উক্ত জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ত্রিপুরা রাজ্য থেকে ১১ সদস্যক কিকবক্সিং  টিম অংশ নিতে যাচ্ছে। অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলো: বালিকা বিভাগে প্রিয়াংশী সোম, পরিধি সূত্রধর, কাশনী কর, বিশ্বশ্রী দাস, মৃন্ময়ী সূত্রধর, পূজা দত্ত। বালক বিভাগে বিরাজ বণিক, আদৃত রায় ভট্টাচার্য, রুদ্রম সাহা। বালিকাদের কোচ – শুভ্রজিৎ সরকার, টিম কোচ কাম ম্যানেজার বাপন চক্রবর্তী। বলা বাহুল্য, সোমবার বিকেলে বিমানযোগে  উক্ত কিকবক্সিং টিম আগরতলা থেকে পুনের  উদ্দেশ্যে  রওয়ানা হয়েছে।‌ত্রিপুরা কিকবক্সিং অ্যাসোসিয়েশন -এর তরফ থেকে অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *