ভিকি হত্যাকাণ্ডে পুলিশের জালে আরো এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে: উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক ভিকি হত্যাকাণ্ডে এবারে বহিরাজ্য থেকে আটক করা হয়েছে রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে। এদিন বিমানে করে তাকে রাজ্যে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সরকারপক্ষের আইনজীবী শংকর লোধ।

এদিকে সোমবার ফের সানি সাহা, বীরচক্র ঘোষ, উমা সরকার এবং আকাশ করকে কোর্টে তোলা হয়। বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী সংকর লোধ জানিয়েছেন, আকাশ করকে ৬ দিনের পুলিশ রিমান্ড এবং উমা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এদিন।

পাশাপাশি বীরচক্র ঘোষ এবং সানি সাহাকে জেল কাস্টটিডির আবেদন করা হয়। এই ঘটনা জড়িত অন্যান্যদেরও জালে তোলার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে পুলিশ বলে আশা প্রকাশ করেছেন আইনজীবী।