আগরতলা, ২০ মে : গোপন সূত্রের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। সাথে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে.
জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানায় খবর আসে কৃষ্ণনগর সুমিত দেববর্মার বাড়িতে ভাড়াটিয়া অমিত দেববর্মার ঘরে প্রচুর পরিমাণ গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে অমিত দেববর্মার বাড়ি থেকে ৩৬ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে অমিত দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
আরো জানা গিয়েছে, ধৃত অমিত দেববর্মা জম্পুইজলার বাসিন্দা। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে।