নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: রবিবার যথাযোগ্য মর্যাদায় ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিন পালন করা হয় সিপিআইএম পার্টির রাজ্য দফতরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা।
এদিন উপস্থিত অতিথিরা হো চি মিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরবর্তীতে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ভিয়েতনামের মুক্তির জন্য লড়াই করে গেছিলেন তিনি। দীর্ঘ শোষণের থেকে ভিয়েতনাম কে রক্ষার জন্য হো চি মিনের সংগ্রাম ভিয়েতনামের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এদিন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হো চি মিনের প্রতি শ্রদ্ধা জানান তিনি।