ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ত্রিপুরা টেনিস এসোসিয়েশন আয়োজিত গ্রীষ্মকালীন কোচিং কার্নিভাল এর উদ্বোধন হয়, রবিবার। এই কার্নিভাল আগামী ২৬ শে মে পর্যন্ত চলতে থাকবে। প্রতিদিন দুবেলা করে সেশন চলবে। এই কোচিং কার্নিভাল দুইজন দক্ষ কোচ ও একজন ট্রেনারের তত্ত্বাবধানে হবে। রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুজিত রায়, সহ সভাপতি প্রনব চৌধুরী ও তড়িৎ রায়, যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা ও চিন্ময় দেববর্মা এবং সদস্য অমিয় কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এর সহ সম্পাদক সুফল গিরি। এছাড়াও খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা করেন রাজ্যের খ্যাতনামা ডাক্তার কনক নারায়ন ভট্টাচার্য।প্রথমদিন ব্যাপক সাড়া পরেছে খেলোয়াড়দের মধ্যে।
ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।