নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, স্বাস্থ্য সচিবের স্ত্রী সহ শুভবুদ্ধি সম্পন্ন ১২৮ জন মানুষ।
রবিবার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে আয়োজিত এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা,স্বাস্থ্য সচিব কিরণ গিত্যের স্ত্রী ঊষা কিরণ গিত্যে ও অন্যান্যরা।
শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ডাঃ সঞ্জীব কুমার দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ সমর্পিতা দত্ত প্রমুখ।
রাজ্যে স্বেচ্ছায় রক্তদানে যে সাময়িক সংকট দেখা দিয়েছিল , তা কাটিয়ে তোলার লক্ষ্যে একের পর এক রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে রাজ্যজুড়ে। মানব কল্যাণে সেই উদ্যোগে সামিল হয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক ও বিভিন্ন স্তরের কর্মচারীরাও। তাঁদের দায়িত্ববোধ ও কর্তব্য পরায়ণতা সর্বোপরি সেবামূলক মানসিকতার ফসল হিসেবে আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করলেন ১২৮ জন।
শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে রক্তদান করতে পেরে তিনি আনন্দিত। জনগণের প্রতি তিনি নিয়মিত স্বেচ্ছা রক্তদানের আহবান জানান।
স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে এই আয়োজনের ভূয়সি প্রশংসা করেন এবং রক্তদানে সক্ষম তরুণ প্রজন্মকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। আজ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের কনফারেন্স হলের আবহ ছিল ভিন্নতর । উৎসবমুখর পরিবেশের পাশাপাশি যন্ত্র সঙ্গীতের মূর্ছনা ও রবীন্দ্র সংগীতের অনুরণন এক ভিন্নতর পরিবেশের সূচনা করেছিল।
রক্তদানে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন রক্তদানের মাধ্যমে অমূল্য প্রাণ রক্ষা করার তাগিদে। অন্যান্য আধিকারিকরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং যাঁরা স্বেচ্ছা রক্তদান করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তাঁরা আশা প্রকাশ করেন আগামী দিনেও ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এ ধরনের জনকল্যাণমুখী কর্মকান্ড ধারাবাহিকভাবে বজায় রাখবে।