ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি শুরু

আগরতলা, ১৮ মে : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক এলাকা সফর করে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল প্রতিটি কেন্দ্রেই প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে। এজন্য জেলা ব্লক এবং বুথ পর্যায়ের নেতৃত্বদের নিয়ে দফায় দফায় বৈঠক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ লোকসভা নির্বাচনের পর্যালোচনা, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকার কাজ সম্পূর্ণ করা, বিভিন্ন সাংগঠনিক স্তরের পরিবর্তন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে  সদর জেলার অন্তর্গত বামুটিয়া, বরজলা, প্রতাপগড়, বাধারঘাট, সূর্যমনিনগর এই পাঁচটি ব্লকের নেতৃত্বদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিস কুমার সাহা ।  উপস্থিত ছিলেন এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সরবানী ঘোষ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারন সম্পাদক মিলন কর, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মন, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, সদর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রূপা রায় দাস।