আগরতলা, ১৮ মে : গোপন সূত্রের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে মেলাঘর থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে মেলাঘর বানিয়াছড়া ঝরঝরিয়ার বিখ্যাত গাঁজা ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে সঞ্জয় বিশ্বাসের বাড়ি থেকে ৩৩ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।