শিলচর (অসম), ১৮ মে (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের শিলংপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার সকাল ১১টা নাগাদ শিলচর শহরের শিলংপট্টিতে অবস্থিত ছোটেলাল শেঠ স্কুলের বিপরীতে বসুন্ধরা বিল্ডিঙের ওপরের তলায় সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শেখা গ্রাস করে ফেলে বিল্ডিঙের ওপর তলা।
আগুন দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শিলংপট্টি এলাকায় শুরু হয় দৌড়ঝাঁপ, চিৎকার-চেঁচামেচি। স্থানীয়রা খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে ছয়টি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন জওয়ানরা। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রতকুমার সেন।
দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুনে বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

